মোঃ ফজলুর রহমানঃ
বাগেরহাট-১(ফকিরহাট,মোল্লাহাট, চিতলমারি) এর সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, খুলনা অঞ্চল টিম সদস্য ও সাবেক বাগেরহাট জেলা আমির অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান বলেন মাসব্যাপি সিয়াম সাধনা ও সংযম পালনের পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আমাদের মাঝে আগত। ঈদ মানে খুশি যা শান্তি, সহমর্মিতাও ভ্রাতিত্বের অনুপম শিক্ষা দেয়। সিয়াম আমাদেরকে
আল্লাহ ভীতি ও নীতি-নৈতিকতা শিক্ষা দেয় এবং সাম্য মৈত্রী ও। সম্প্রীতির বন্ধনে সকলকে আবদ্ধ করে। রমজান মাসে কুরআন নাযিল হয়েছিল বিধায় এ মাসের গুরুত্ব এত বেড়ে গিয়েছে। তাই কুরআন অধ্যায়ন করবো, কোরআন দিয়ে জীবন গড়বো এবং সমাজ, রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা করবো এটাই রমজানের প্রতিফলন হোক।
অধ্যক্ষ মশিউর রহমান খান আরো বলেন ২০২৪ এর ৩৬ জুলাই এ ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদেরকেই রক্ষা করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান সংস্কারের যে প্রস্তাবনা দিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তা মানতে হবে। আগে সংস্কার ও গণহত্যার বিচার হতে হবে তারপর নির্বাচন। চাঁদাবাজি, দখল বাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নিজেদের আনন্দ যার যার সামার্থ্য অনুযায়ী সমাজের দূর্বল, মাজলুম ও পিছিয়ে পড়া সাধারণ মানুষদের সাথে সমান ভাগে ভাগ করে নিতে হবে। সকলের জীবন হোক আনন্দময় ও শান্তির এই কামনায় ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারি বাসিকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।
0 coment rios: