রবিবার, ২ মার্চ, ২০২৫

ফকিরহাট প্রেসক্লাবের কমিটি গঠন


 

দৈনিক খবরপত্র এর ফকিরহাট প্রতিনিধি মোঃ হুমাউন কবির সভাপতি ও দৈনিক নাগরিক ভাবনা’র হাফিজুর রহমান সরদার কে সাধারন সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যলয়ে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি মোঃ জিয়াউর রহমান (দৈনিক পূর্বাঞ্চল), সহসাধারণ সম্পাদক মোঃ রুমান শেখ (দৈনিক ভোরের চেতনা), সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম (দৈনিক সংগ্রাম), দপ্তর সম্পাদক মাওঃ মুহাঃ ফজলুর রহমান (দৈনিক দেশ সংযোগ), অর্থ সম্পাদক মেসবাহুল মোকারম (দৈনিক অনির্বান), প্রচার সম্পাদক মোঃ রবিউল ইসলাম (দৈনিক আমার একুশ), ক্রিড়া সম্পাদক আরিফুল ইসলাম (দৈনিক প্রথম বার্তা), সহযোগী সদস্যরা হলেন, আব্দুল্লাহ সরদার (দৈনিক চেীকস) ,শেখ সুমন আলী (সুপ্রভাত ঢাকা), মো রাসেছ শেখ ( দৈনিক অগ্নিশিখা), কাজল হাসান (দৈনিক অন্য দিগন্ত) মোঃ লাদেন শেখ (আগামী নিউজ), সমশের আলী, (সোনার বাংলা)।

Share on Facebook
শেয়ার করুন

Author:

Contributor of Daily Vhabna.

0 coment rios: