সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

ফকিরহাটে জামায়াতে ইসলামির বিজয় র‍্যালি

 


মোঃ খালিদ,ফকিরহাটঃ 

মহান বিজয় দিবস উপলক্ষে বাগেরহাটের ফকিরহাটে বিজয় র‍্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার ডাকবাংলা মোড় থেকে বিজয় র‍্যালিটি শুরু হয়ে উপজেলা উপজেলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।


বিজয় র‍্যালিতে বাংলাদেশ জামায়াতে ইসলামির ফকিরহাট উপজেলা আমির মাওলানা এ,বি,এম তৈয়াবুর রহমান। উপজেলা সেক্রেটারি শেখ আবুল আলা মাসুম। উপজেলা সহকারি সেক্রেটারি সুমন হোসেন। জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান। অধ্যাপক মুফাজ্জল হায়দার, আবু আইউব আনছারী, দেলোয়ার খান লাবিব সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।


দীর্ঘ ১৫ বছর পর বাধাহীনভাবে বিজয় র‍্যালি করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন জামায়াতের নেতাকর্মীরা। তারা বলেন, বিগত ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার আমাদের বিজয় র‍্যালি পর্যন্ত করতে দেয়নি। তারা গণতন্ত্রকে হত্যা করেছিল। বিরোধী মত দমন করতে আগ্রাসী মনোভাব ছিল। এবার বাধাহীনভাবে বিজয়ী করতে পেরে আমরা আনন্দিত বলেও মন্তব্য করেন জামায়াতে ইসলামির নেতাকর্মীরা।

Share on Facebook
শেয়ার করুন

Author:

Contributor of Daily Vhabna.

0 coment rios: