বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

পশ্চিম বানিয়াখামার মাদ্রাসার সাফল্য র‍্যালি

 


ভবনা ডেস্ক: খুলনার পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদ্রাসার সফলতার ২৪তম বছরে গৌরবময় পদার্পণ, নূরানী তালিমুল কুরআন বোর্ডের অধীনে অনুষ্ঠিত তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষায় সমগ্র বাংলাদেশে প্রথম, দ্বিতীয় ও  তৃতীয় স্থানসহ সেরা দশে একাধিক স্থান অর্জন, হিফজুল কুরআন বিভাগে বিভিন্ন প্রতিযোগিতায় সফলতা অর্জন উপলক্ষে ও নূরানী শিক্ষার প্রসারে সাফল্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল দশটায় মাদ্রাসা থেকে শুরু করে টিএসসি মোড়, আন্দির পুকুরপাড়,ক্লাবের মোড়, শের এ বাংলা রোড,আমতলা মোড়,পশ্চিম বানিয়াখামার মেইনরোড হয়ে মাদ্রাসায় এসে শেষ হয়। র‍্যালি পূর্ব সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মাওঃ মুহাঃ ফজলুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষা উপকমিটির সদস্য সচিব আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম মোড়ল, সদস্য মোঃ আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার কোষাধক্ষ্য মোঃ সেলিম আহমেদ, সহ-সভাপতি ও ২৬ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মোঃ মাহমুদ আলম বাবু মোড়লসহ অন্যান্য সদস্যবৃন্দ ও শিক্ষকমন্ডলী। র‍্যালিতে হিফজুল কুরআন ও নুরানী,ইবতেদায়ী শাখার দুই শতাধিক ছাত্র অংশগ্রহণ করে।

Share on Facebook
শেয়ার করুন

Author:

Contributor of Daily Vhabna.

0 coment rios: