ভবনা ডেস্ক :খুলনার পশ্চিম বানিয়াখামার মেইন রোডস্থ, পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদ্রাসার নূরানী দ্বিতীয় শ্রেণীর পবিত্র কুরআনুল কারীম ছবক, নূরানী তৃতীয় শ্রেণীর সমাপনী শিক্ষার্থী ও ইবতেদায়ী পঞ্চম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২১শে নভেম্বর, বৃহস্পতিবার সকাল নয়টায় মাদ্রাসা ময়দানে মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ মোড়ল খোকনের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মাওঃ মুহাঃ ফজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল ডঃ মোঃ আব্দুর রহিম সরদার, বিশেষ অতিথি ছিলেন নূরানী তালিমুল কুরআন বোর্ড খুলনা আঞ্চলিক জিম্মাদার মাওঃ মোঃ আজগর আলী, স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওঃ মোঃ রফিকুল ইসলাম, পরিচালনা পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহ সভাপতি শেখ জামাল উদ্দিন, ২৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মাহমুদ আলম বাবু মোড়ল, কোষাধ্যক্ষ মোঃ সেলিম আহমেদ, শিক্ষা উপ কমিটির সদস্য সচিব আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম মোড়ল, এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ তাসাদুজ্জামান, মোঃ খলিলুর রহমান, মোঃ সিরাজুল ইসলাম, এম এ সবুর, ক্রীড়া সম্পাদক মোঃ জিলুর রহমান, মোঃ ইকবাল আহমেদ স্বপন, মোঃ আলম শেখ, মোঃ আবুল ফজল, মোঃ কবির উদ্দিন মোড়ল, মোঃ রমিজুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষীসহ অভিভাবক, অভিভাবিকা ও সকল শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে নূরানী দ্বিতীয় শ্রেণীর ৯০জন শিক্ষার্থীদের পবিত্র কুরআনুল কারীম ছবক প্রদান, তৃতীয় শ্রেণীর ৫৩জন শিক্ষার্থীর কুরআনুল কারীমের খতম সম্পন্ন এবং পঞ্চম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২০২৩ সালে নূরানী তালিমুল কুরআন বোর্ড ঢাকা এর অধীনে অনুষ্ঠিত তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষায় সমগ্র বাংলাদেশে ২য়, ৩য় স্থানসহ শীর্ষ দশে সাতজন স্থান অর্জনকারী শিক্ষার্থীদের বৃত্তি, সম্মাননা স্মারক, এবং ৭১জন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন এর পরীক্ষায় বিভিন্ন পর্যায়ে মেধাস্থান অর্জনকারী' হিফজুল কুরআন শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য যে, খুলনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদ্রাসা ২০২১ সনেও নূরানী তালিমুল কুরআন বোর্ড ঢাকা কর্তৃক আয়োজিত তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষায় সমগ্র বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অর্জন করে এবং বিগত কয়েক বছর যাবত ধারাবাহিকভাবে ইবতেদায়ী সমাপনীতে সর্বাধিক সংখ্যক বৃত্তি ও এ+ পেয়ে বৃহত্তর খুলনা বিভাগে প্রথম স্থান এবং নূরানী ততীয় শ্রেণীর সমাপনী পরীক্ষায় সর্বাধিক সংখ্যক এ+ পেয়ে সেরা দশে প্রথম স্থানসহ একাধিক স্থান অর্জন করে আসছে। ১৯৫২ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসাটি ১৯৯৯ সালে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও পরিচালনা পরিষদের প্রচেষ্টায় পুনঃনির্মিত হয়। ধর্মীয় নৈতিক ও যুগোপযোগী শিক্ষার অঙ্গীকার নিয়ে দৃষ্টিনন্দন বহুতল বিশিষ্ট ভবনে সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত পরিবেশে দক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা বর্তমানে হিফজ, ক্বিরাত, নূরানী ও ইবতেদায়ী শাখায় শিক্ষা কার্যক্রম চলছে।
0 coment rios: