রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

মধ্যরাতে উঠছে নিষেধাজ্ঞা, জালে ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে ইলিশ

 


ভবনা ডেস্ক: মা ইলিশ সংরক্ষণের জন্য ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হতে যাচ্ছে এবং এর জন্য অপেক্ষা করছেন দেশের বিভিন্ন অঞ্চলের জেলেরা।


রবিবার মধ্যরাত থেকে তারা আবার সাগরে মাছ ধরতে নামতে পারবেন। নিষেধাজ্ঞার সময় জেলেরা নিজেদের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। কেউ ট্রলার মেরামত করেছেন, কেউ নতুন জাল বুনছেন, আবার কেউ ট্রলারে নতুন রং করেছেন। ইলিশ ধরার আনন্দ ফিরে পেতে তারা এখন প্রস্তুত।

এর আগে ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য ছিল প্রজনন মৌসুমে ইলিশের বংশবিস্তার নিশ্চিত করা। জেলেদের আশা, এবার তাদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়বে। তবে অনেকে দাবি করেছেন যে, নিষেধাজ্ঞার ২২ দিনে সরকারি প্রণোদনার চাল যথাযথভাবে পাননি। এই সময় কর্মহীন থাকার কারণে অনেক জেলে দেনায় জর্জরিত হয়েছেন।

মৎস্য বিভাগ সূত্র জানায়, নিষেধাজ্ঞা সফল করতে প্রশাসন সাগর ও নদীতে কঠোর অভিযান চালিয়েছে। অনেক জেলেকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলেরা আশা করছেন, এবার তারা ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরতে পারবেন।



Share on Facebook
শেয়ার করুন

Author:

Contributor of Daily Vhabna.

0 coment rios: