ভবনা ডেস্কঃ
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন বাগেরহাট জেলা শাখার উদ্যোগে প্রশিক্ষণ,ডায়েরী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাজলিসুল মুফাসসিরীন বাগেরহাট জেলার সভাপতি হাফেজ মাওঃ রুহুল আমিন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ শরিফুল ইসলাম নোমানীর সঞ্চালনায় গত শনিবার সকাল নয়টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা অফিস অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওঃ আব্দুল হামিদ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ মাওঃ মশিউর রহমান খান, প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা আমীর মাওঃ রিজাউল করিম, বিশেষ বক্তা ছিলেন জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা নায়েবে আমীর এ্যাডভোকেট মাওলানা আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি শেখ মোঃ ইউনুস আলী,জামায়াতে ইসলামী বাগেরহাট জেলার সহকারী সেক্রেটারি মল্লিক মিজানুর রহমান, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সেক্রেটারি হাফেজ মোবারাক হোসাইন, ওলামা বিভাগের বাগেরহাট জেলা সভাপতি অধ্যক্ষ মাওঃ আলতাফ হোসাইন, জামায়াতে ইসলামী বাগেরহাট সদর উপজেলার আমীর মাওঃ মোঃ ফেরদাউস আলী। সভায় বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন বাগেরহাট জেলার সকল উপজেলার মুফাসসিরগন অংশগ্রহণ করেন।
0 coment rios: