শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

পশ্চিম বানিয়াখামার মাদ্রাসা শিক্ষার্থীদের সংবর্ধনা

পশ্চিম বানিয়াখামার মাদ্রাসা শিক্ষার্থীদের সংবর্ধনা



ভবনা ডেস্ক :খুলনার পশ্চিম বানিয়াখামার মেইন রোডস্থ, পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদ্রাসার নূরানী দ্বিতীয় শ্রেণীর পবিত্র কুরআনুল কারীম ছবক, নূরানী তৃতীয় শ্রেণীর সমাপনী শিক্ষার্থী ও ইবতেদায়ী পঞ্চম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২১শে নভেম্বর, বৃহস্পতিবার সকাল নয়টায় মাদ্রাসা ময়দানে মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ মোড়ল খোকনের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মাওঃ মুহাঃ ফজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল ডঃ মোঃ আব্দুর রহিম সরদার, বিশেষ অতিথি ছিলেন নূরানী তালিমুল কুরআন বোর্ড খুলনা আঞ্চলিক জিম্মাদার মাওঃ মোঃ আজগর আলী, স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওঃ মোঃ রফিকুল ইসলাম, পরিচালনা পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহ সভাপতি শেখ জামাল উদ্দিন, ২৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মাহমুদ আলম বাবু মোড়ল, কোষাধ্যক্ষ মোঃ সেলিম আহমেদ, শিক্ষা উপ কমিটির সদস্য সচিব আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম মোড়ল, এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ তাসাদুজ্জামান, মোঃ খলিলুর রহমান, মোঃ সিরাজুল ইসলাম, এম এ সবুর, ক্রীড়া সম্পাদক মোঃ জিলুর রহমান, মোঃ ইকবাল আহমেদ স্বপন, মোঃ আলম শেখ, মোঃ আবুল ফজল, মোঃ কবির উদ্দিন মোড়ল, মোঃ রমিজুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষীসহ অভিভাবক, অভিভাবিকা ও সকল শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে নূরানী দ্বিতীয় শ্রেণীর ৯০জন শিক্ষার্থীদের পবিত্র কুরআনুল কারীম ছবক প্রদান, তৃতীয় শ্রেণীর ৫৩জন শিক্ষার্থীর কুরআনুল কারীমের খতম সম্পন্ন এবং পঞ্চম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২০২৩ সালে নূরানী তালিমুল কুরআন বোর্ড ঢাকা এর অধীনে অনুষ্ঠিত তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষায় সমগ্র বাংলাদেশে ২য়, ৩য় স্থানসহ শীর্ষ দশে সাতজন স্থান অর্জনকারী শিক্ষার্থীদের বৃত্তি, সম্মাননা স্মারক, এবং ৭১জন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন এর পরীক্ষায় বিভিন্ন পর্যায়ে মেধাস্থান অর্জনকারী' হিফজুল কুরআন শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য যে, খুলনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদ্রাসা ২০২১ সনেও নূরানী তালিমুল কুরআন বোর্ড ঢাকা কর্তৃক আয়োজিত তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষায় সমগ্র বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অর্জন করে এবং বিগত কয়েক বছর যাবত ধারাবাহিকভাবে ইবতেদায়ী সমাপনীতে সর্বাধিক সংখ্যক বৃত্তি ও এ+ পেয়ে বৃহত্তর খুলনা বিভাগে প্রথম স্থান এবং নূরানী ততীয় শ্রেণীর সমাপনী পরীক্ষায় সর্বাধিক সংখ্যক এ+ পেয়ে সেরা দশে প্রথম স্থানসহ একাধিক স্থান অর্জন করে আসছে। ১৯৫২ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসাটি ১৯৯৯ সালে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও পরিচালনা পরিষদের প্রচেষ্টায় পুনঃনির্মিত হয়। ধর্মীয় নৈতিক ও যুগোপযোগী শিক্ষার অঙ্গীকার নিয়ে দৃষ্টিনন্দন বহুতল বিশিষ্ট ভবনে সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত পরিবেশে দক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা বর্তমানে হিফজ, ক্বিরাত, নূরানী ও ইবতেদায়ী শাখায় শিক্ষা কার্যক্রম চলছে।

রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

মাজলিসুল মুফাসসিরীন বাগেরহাট জেলার ডায়েরি বিতরণ ও আলোচনা সভা

মাজলিসুল মুফাসসিরীন বাগেরহাট জেলার ডায়েরি বিতরণ ও আলোচনা সভা

 


ভবনা ডেস্কঃ 

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন বাগেরহাট জেলা শাখার উদ্যোগে প্রশিক্ষণ,ডায়েরী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাজলিসুল মুফাসসিরীন বাগেরহাট জেলার সভাপতি হাফেজ মাওঃ রুহুল আমিন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ শরিফুল ইসলাম নোমানীর সঞ্চালনায় গত শনিবার সকাল নয়টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা অফিস অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওঃ আব্দুল হামিদ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ মাওঃ মশিউর রহমান খান, প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা আমীর মাওঃ রিজাউল করিম, বিশেষ বক্তা ছিলেন জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা নায়েবে আমীর এ্যাডভোকেট মাওলানা আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি শেখ মোঃ ইউনুস আলী,জামায়াতে ইসলামী বাগেরহাট জেলার সহকারী সেক্রেটারি মল্লিক মিজানুর রহমান, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সেক্রেটারি হাফেজ মোবারাক হোসাইন, ওলামা বিভাগের বাগেরহাট জেলা সভাপতি অধ্যক্ষ মাওঃ আলতাফ হোসাইন, জামায়াতে ইসলামী বাগেরহাট সদর উপজেলার আমীর মাওঃ মোঃ ফেরদাউস আলী। সভায় বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন বাগেরহাট জেলার সকল উপজেলার মুফাসসিরগন অংশগ্রহণ করেন।

বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

উলামাদের মধ্যে রুহানী ঐক্য প্রয়োজন: জামায়াত আমির

উলামাদের মধ্যে রুহানী ঐক্য প্রয়োজন: জামায়াত আমির

 


ভবনা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘উলামাদের রুহানী ঐক্য প্রয়োজন। রুহানী ঐক্য হলে আমরা আল্লাহর পক্ষ থেকে অবারিত বারাকা লাভ করব। আমরা ঐক্য চাই।’

মঙ্গলবার (১১ নভেম্বর) লন্ডনের অনুষ্ঠিত ব্রিটেনের সর্বদলীয় উলামা সংগঠন ‘বাংলাদেশি উলামা মাশায়েখ ইউকে’ কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আবার বিভিন্ন শর্ত দিয়ে বসে থাকি। একজন শর্ত দিলে তো অন্যজনও শর্ত দেবেন। এভাবে শর্তের বেড়াজালে শেষ পর্যন্ত ঐক্য প্রক্রিয়া কঠিন হয়ে যায়। আমাদের দেশে আলেম উলামার মধ্যে ছোটখাটো বিষয়ে কিছু মতানৈক্য রয়েছে। সবার চিন্তা ও কর্মপরিধি একই ধরনের নয়। কিন্তু যারা জীবনের পাথেয় হিসেবে কোরআনকে কবুল করেছেন, হযরত মুহাম্মদ (স.) এর নেতৃত্বকে অকুণ্ঠচিত্তে গ্রহণ ও স্বীকৃতি দেন এবং সাহাবায়ে কেরাম (রা) কে আল্লাহ ও রাসূল (স.) এর আনুগত্যের ক্ষেত্রে বাস্তব মডেল মনে করেন, এই তিন জায়গা ঠিক থাকলে আমাদের মধ্যে ঐক্য হওয়া সম্ভব।’

ব্রিটেনে সফররত জামায়াতের আমীর আরও বলেন, ‘দ্বীন সবার। সুতরাং আমরা সবাইকে নিয়ে দ্বিনের জন্য লড়াই চালিয়ে যাব। কেউ আমাদের স্বীকৃতি বা মর্যাদা দিল কি না আমরা তার পরোয়া করব না। আমরা সবাইকে ভাই ও বন্ধু মনে করে সামনে আগানোর চেষ্টা করব, ইনশাআল্লাহ।’

মতবিনিময় সভায় তিনি উপস্থিত উলামা মাশায়েখদেরকে উদ্দেশ করে তিনি বলেন, জামায়াতে ইসলামীসহ অন্যান্য যত ইসলামী সংগঠন ও মারকায রয়েছে, আপনারা আমাদের মধ্যে কোনো ভুল দেখলে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা সহযোগিতা করলে আমাদের জন্য দ্বিনের পথে চলা অনেক সহজ হয়ে যাবে।

তিনি আলেমদের ভুল ধরিয়ে দেওয়ার দায়িত্ব পালন করার অনুরোধ জানিয়ে বলেন, আপনাদের ও আমাদের মধ্যে পারস্পরিক দোয়া, ভালবাসা ও সহযোগিতা থাকলে আমরা এগিয়ে যেতে পারব।

তিনি বলেন, বৃটেনকে বিশ্বের বুদ্ধিবৃত্তিক চর্চার কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। এমন একটি পরিবেশে আপনারা আছেন যেখানে কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের চেয়েও বেশি স্বাধীনতা ভোগ করছেন। এখানে আপনাদের মেধার বিকাশের ক্ষেত্রে কেউ বাধা দেয় না, যেমনটি বাংলাদেশে বিভিন্নভাবে দেয়া হয়। এখানে মেধার চর্চা বেশি হওয়ার কারণে আপনাদের ওপর আমাদের হকও বেশি। আপনারা সে হক আদায় করবেন ইনশাআল্লাহ।

বিশিষ্ট আলেমে দ্বীন ‘বাংলাদেশি উলামা-মাশায়েখ ইউকে’র সভাপতি মাওলানা এ কে মওদুদ হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শাহ মিজানুল হক ও মাওলানা এফ কে এম শাহজাহান এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ‘কাউন্সিল ফর মাস্ক’ ও ‘ইশায়াতুল ইসলাম’ এর চেয়ারম্যান মাওলানা হাফেজ শামসুল হক, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফতি শাহ সদরউদ্দীন, দাওয়াতুল ইসলাম ইউকের আমির শায়খ আব্দুর রহমান মাদানী, জমিয়তে উলামায়ে ইসলাম এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ডক্টর শুয়াইব আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ প্রমুখ।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- শেখ ইসহাক আল মাদানী, অধ্যাপক মফিজুর রহমান, মাজাহিরুল উলুম মাইল্ড এর প্রিন্সিপাল শেখ ইমদাদুর রহমান মাদানী, ড. আব্দুস সালাম আজাদী, বাংলাদেশি উলামা-মাসায়েখ এর সাবেক সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা রেজাউল করীম, বাংলাদেশ খেলাফত মজলিশ ইউকের সহ সভাপতি আলহাজ মাওলানা আতাউর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ সভাপতি মাওলানা সৈয়দ তামীম আহমদ, মসজিদে আয়েশা টটেনহামের খতিব মাওলানা খিজির হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিশ ইউ কে র সেক্রেটারি মুফতি সালেহ আহমদ, জমিয়তে উলামা ইসলাম ইউকের সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ, খেলাফত মজলিশ ইউ কে সাউথ এর সহ সেক্রেটারি মাওলানা আব্দুল করিম, বাংলাদেশি উলামা মাশায়েখ ইউকের অর্থ সম্পাদক মাওলানা মুমিনুল ইসলাম ফারুকী, মাওলানা রফিক আহমদ রফিক, বাংলাদেশি উলামা মাশায়েখ ইউকের প্রচার সম্পাদক মাওলানা তায়ীদুল ইসলাম, দারুল উম্মাহ মসজিদের ইমাম মাওলানা আবুল হাসানাত চৌধুরী, খেলাফত মজলিশ লন্ডন শাখার সহ সম্পাদক মাওলানা দিলাওয়ার হোসেন প্রমুখ।

ওমরা পালনকারীদের জন্য নতুন নির্দেশনা

ওমরা পালনকারীদের জন্য নতুন নির্দেশনা

 


ভবনা ডেস্ক: ওমরাহ পালনকারীদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশগত দিক বিবেচনায় নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। এ নির্দেশনায় মক্কার মসজিদুল হারামে ওমরাহর তাওয়াফ ও সাঈ শেষ করার পর শুধু অনুমোদিত নাপিতের কাছেই চুল কাটানোর পরামর্শ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশগত দিক বিবেচনায় এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।  

নতুন নির্দেশনা অনুযায়ী প্রাথমিকভাবে নাপিতের দোকানগুলোতে স্বাস্থ্য সুরক্ষা বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং কঠোর স্যানিটেশন ব্যবস্থা বাধ্যতামূলক করা ও শেভিং রেজার পুনরায় ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া ওই নির্দেশনায় ওমরাহ পালনকারীদের পায়ের যত্ন নিতে বলা হয়েছে। আরামদায়ক জুতা পরিধান করতে এবং দীর্ঘ সময় খালি পায়ে না হাঁটার পরামর্শ দেওয়া হয়েছে। ক্লান্তি এলে বিরতি নিয়ে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ওমরাহর সফরে ভারী খাবার এড়িয়ে চলতে এবং পর্যাপ্ত পানি পান করতে বলা হয়েছে।

সৌদি আরবের হজ মন্ত্রণালয় ওই নির্দেশনায় আরও জানায়, ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। এখন থেকে ওমরাহ যাত্রীরা স্থল, আকাশ এবং সমুদ্রবন্দর দিয়ে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং যে কোনো বিমানবন্দর থেকে স্বদেশে ফিরতে পারবেন। 

এছাড়া নারীদের ওমরাহর সুবিধার জন্যও নতুন ব্যবস্থা চালু হয়েছে। তারা পুরুষ অভিভাবক ছাড়াই ওমরাহ পালন করতে পারবেন।

শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

শেখ হাসিনাকে আইনের হাতে তুলে দিতে ভারতকে জামায়াত আমীরের অনুরোধ

শেখ হাসিনাকে আইনের হাতে তুলে দিতে ভারতকে জামায়াত আমীরের অনুরোধ

 


ভবনা ডেস্ক:  আইনশৃঙ্খলা বাহিনীর হাতে শেখ হাসিনাকে তুলে দিতে প্রতিবেশী দেশ ভারতকে অনুরোধ জানিয়েছেন জামায়াতের আমীরে ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার নীলফামারীর বড়মাঠে আয়োজিত জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।   

আইনশৃঙ্খলা বাহিনীর হাতে শেখ হাসিনাকে তুলে দিতে প্রতিবেশী দেশ ভারতকে অনুরোধ জানিয়েছেন জামায়াতের আমীরে ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার নীলফামারীর বড়মাঠে আয়োজিত জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ড. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন পালাবেন না। কিন্তু তিনি চলে গিয়ে তার প্রিয় দেশে আশ্রয় নিলেন। তারা আমাদের প্রতিবেশী। প্রতিবেশীকে আমরা সম্মান করি। আমার প্রতিবেশী যদি ভালো থাকে, আমিও ভালো থাকবো। প্রতিবেশীকে যদি আমি কষ্ট দিই অনুরূপ কষ্ট পাওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। কোনো প্রতিবেশীকে কষ্ট দেওয়া আমরা বিশ্বাস করি না। অনুরূপভাবে প্রতিবেশীর কাছ থেকেও আমরা সুপ্রতিবেশী সুলভ আচরণ পেতে চাই।

তিনি বলেন, আমরা আমাদের প্রতিবেশীকে অনুরোধ করব যে, শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে, দেড়শতাধিক মামলা। তার বিরুদ্ধে খুন-গুমের মামলা আছে। অনেক মামলা তার বিরুদ্ধে আছে। আমাদের বিচারক যখন চাইবে তখন মেহেরবানি করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তারা যেন শেখ হাসিনাকে তুলে দেন। আমরা চাই সাড়ে ১৫ বছর তারা জাতির ওপর যে জুলুম করেছে, বিচারের নামে যে তামশা করেছে, যে অবিচার করেছে সেটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দোসররা যেন তাদের ন্যায় বিচারটা নিশ্চিত করা হয়। বিশ্বাস করি জাতি যদি ন্যায় বিচার পায় তাহলে তারা ইনশাআল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। জামায়াতের আমির বলেন, একজন শাসক সাড়ে ১৫ বছর দেশ শাসন করেছেন। তিনি যখন কথা বলতেন তখন মানুষ বলতো, ও হাসিনা আমরা আর হাসি না। মানুষকে উত্তেজিত করতেন হাসানোর চেষ্টা করতেন। তেমন ছিলেন প্রধানমন্ত্রী তেমন ছিলেন তার উজির-নাজির সবাই। কে-কার চাইতে কত বেশি মিথ্যা কথা বলবে এই ছিল প্রতিযোগিতা।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার জাতিকে ধোঁকা দিয়েছেন। মানুষ খুন করেছেন, গণহত্যা চালিয়েছেন। গুম করে আয়না ঘর তৈরি করেছেন, হাজারো মায়ের বুক খালি করেছেন, মানুষের ইজ্জতের ওপর হামলা করেছেন। আর জামায়াতে ইসলামী সারা বাংলাদেশের ইউনিয়নের অফিসগুলো সিলগালা করে দিয়েছিলেন। ঘরের মধ্যে বসেও আমরা শান্তি পাইনি। ঘর থেকে তুলে নিয়ে আমাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছে। এসব ছিল বাংলাদেশের চলমান বাস্তবতা। সেই কষ্ট বুকে নিয়ে আমরা এ পর্যায়ে এসে দাঁড়িয়েছি।

বাজারে আসতে শুরু করেছে শীতের সবজি

বাজারে আসতে শুরু করেছে শীতের সবজি


 ভবনা ডেস্ক: দাম যেনো স্থির হচ্ছে না রাজধানীর নিত্যপণ্যের বাজার। একটির দাম কমলে বেড়ে যায় অন্য পণ্যের দাম। এরই মধ্যে শীতকালীন সবজি বাজারে আসা শুরু করলেও খুচরা বাজারে পাওয়া যায়নি এর প্রভাব। এতে করে বিপাকে পড়তে হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষের। তবে গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি ব্রয়লার মুরগীর দাম কমেছে ১০ থেকে ২০ টাকা। ডিমের দামও কিছুটা কমেছে। 


শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর কচুক্ষেত বাজার ঘুরে ও সংশ্লিষ্ট ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।


এসময় ডজন প্রতি ফার্মের ডিম ১৪৪-১৫০ টাকা টাকা, প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮৫-১৯০ টাকা এবং সোনালি মুরগি ২৯০-৩০০ টাকা ও গরুর মাংসের কেজি ৭০০ টাকা বিক্রি হতে দেখা যায়।


মাছের বাজার ঘুরে দেখা গেছে, চাষের শিং মাছের কেজি (আকারভেদে) ৩৫০ থেকে ৫০০ টাকা, রুই ৩৫০-৪০০ টাকা, দেশী কৈ ৭০০ টাকা, দেশি ট্যাংরা ৫০০ টাকা, পাঙ্গাস ২২০-২৫০, কাচকি ৫০০ টাকা, তেলাপিয়া ২৫০-২৮০ টাকা, পাবদা ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।


মুরগীর দাম নিয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ চিকেন হাউজের স্বত্তাধিকারী আব্দুর রইফ বলেন, মুরগীর দাম এখন কিছুটা কম। কিছুদিন আগে ২০০-২১০ টাকা পর্যন্ত ব্রয়লার বিক্রি করছি এখন কমে আসছে। পাকিস্তানি সোনালির দামও কমেছে।


এসময় সবজি কিনতে আসা আব্দুল লতিফ নামের এক ক্রেতা বলেন, সারাদিন খবরে দেখি সবজির দাম কমছে, শীতের সবজি বাজারে আসছে কিন্তু বাজারে এসে তো তেমন কিছুই দেখি না। সবই বিক্রি হচ্ছে আগের দামে। কিছুটা হয়তো কমছে কিন্তু সেটাকে তো কমা বলে না।


আরিফুল ইসলাম নামের এক ক্রেতা বলেন, অনেক কষ্টের মধ্যে দিয়ে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বাজার করতে হয়। শাকসবজি কিনতে গেলেই টাকা শেষ হয়ে যায় মাছ-মাংসের দিকে তো যাওয়ারই উপায় নেই। সরকার যদি বাজারের দিকে বিশেষভাবে নজরদারি না করে তাহলে আমাদের মতো পরিবারগুলোকে না খেয়ে মরতে হবে।


বাজার ঘুরেও পাওয়া যায় একথার সত্যতা। এদিন শীতের সবজির আধিক্য দোকানগুলোতে দেখা গেলেও দামে তাতে খুব একটা প্রভাব ফেলেনি। অন্যদিকে বেড়েছে আলু, পেয়াজ সহ আদা-রসুনের দামও। তবে স্থিতিশীল রয়েছে ব্রয়লার মুরগীর দাম।


এদিন বাজারটিতে প্রতি কেজি উস্তে ১০০ টাকা, করলা ৮০ টাকা, শসা ৬০-৮০ টাকা, ফুলকপি প্রতি পিস ৫০-৭০ টাকা, বাধা কপি প্রতি পিস ৪০ টাকা, বরবটি কেজি প্রতি ১০০ টাকা, পটল ১০০ টাকা কেজি দরে, শিমের কেজি ১২০ টাকা, মুলা ৮০ টাকায়, গোল বেগুন ১৪০ টাকায়, কাচামরিচ কেজি প্রতি ২০০ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, গাজর ১৬০ টাকা, টমেটো ১৬০ টাকায় বিক্রি হতে দেখা যায়।


এছাড়াও প্রতি কেজি আলু ৭০ টাকা, প্রতি কেজি বড় পেঁয়াজ ১০০ ও দেশি পেঁয়াজ ১৪০ টাকা, রসুন ২৩০ টাকা, আদা ২৬০ টাকা পর্যন্ত বিক্রি করছিলেন বিক্রেতারা।

রাজধানীতে বিএনপির র‌্যালি আজ

রাজধানীতে বিএনপির র‌্যালি আজ



 ভবনা ডেস্ক:জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আজ র‌্যালি বের করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। 


শুক্রবার (৮ নভেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হবে। এতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জ্যেষ্ঠ নেতা, মহানগর নেতা ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন।


নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে র‍্যালির উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর মানিক মিয়া এভিনিউতে সমাপনী বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে তিনি ভার্চুয়ালি সংযুক্ত হবেন বলে জানিয়েছে বিএনপি মিডিয়া সেল।


বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শোভাযাত্রাটি রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, কারওয়ান বাজার ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।


এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন, র‍্যালিতে শুধু বিএনপির নেতাকর্মীরা থাকবে না, সমাজের সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবে। সেই সঙ্গে ঢাকা জেলার আশপাশের নেতাকর্মীরা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করবে।


প্রসঙ্গত, ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি। দিবসটি উপলক্ষে শুধু রাজধানীতেই নয়, বিভাগীয় শহরগুলোতেও র‍্যালির আয়োজন করেছে দলটি।

শেখ হাসিনা এখন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী_ ভারত

শেখ হাসিনা এখন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী_ ভারত

 


ভবনা ডেস্ক: শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করে বলে জানিয়েছে ভারত। বৃহস্পতিবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল এই কথা জানান।


তিনি বলেন, আমরা বারবার বলেছি যে তিনি (শেখ হাসিনা) বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। এ বিষয়ে আমাদের অবস্থান এটাই।


ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী নাকি ‘নির্বাসিত প্রধানমন্ত্রী’ হিসেবে বিবেচনা করছে ভারত... এমন প্রশ্নের জবাবে ভারতের সরকারের অবস্থান তুলে ধরে রণধীর জয়সওয়াল বলেন, আমরা এখান থেকে ইতিমধ্যে বলেছি যে, তিনি (শেখ হাসিনা) বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী। সুতরাং এ বিষয়ে আমাদের এটাই অবস্থান।


গত ৫ আগস্ট ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে সামরিক বিমানে করে ভারতে যান শেখ হাসিনা। তখন থেকেই দিল্লির একটি সেফ হাউসে আছেন তিনি। 


তবে তিনি ঠিক কোন এলাকায় রয়েছেন, সেই বিষয়ে ভারতের সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য জানানো হয়নি। এছাড়া ভারতের সরকার বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে কোন মর্যাদায় রেখেছে, সে বিষয়েও কিছু জানায়নি দিল্লি। 


ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে নয়াদিল্লির লুটিয়েনস বাংলো জোনের একটি সেইফ হাউসে বসবাস করছেন। গত দুই মাসের বেশি সময় ধরে ভারতের সরকার তার জন্য এই ব্যবস্থা করেছে। ভারত সরকারের মন্ত্রী, জ্যেষ্ঠ এমপি ও শীর্ষ কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত বাড়ির মতো লুটিয়েনসের বাংলোতে শেখ হাসিনাকে তার মর্যাদা অনুযায়ী একটি বাড়ি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

কোন ফাঁদে পা না দেওয়ার আহ্বান

কোন ফাঁদে পা না দেওয়ার আহ্বান



 ভবনা ডেস্ক: কোনো অবস্থাতেই কারও উসকানির ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।


বুধবার (৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ আহ্বান জানান তিনি।


শায়খ আহমাদুল্লাহ বলেন, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল ঐতিহ্যে কালিমা লেপনের নানামুখী চক্রান্ত চলমান আছে। সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও ধৈর্যধারণের আহ্বান করছি। কোনো অবস্থাতেই কারো উসকানির ফাঁদে কেউ যেন পা না দেয়।


ফেসবুক পোস্টে কোনো নির্দিষ্ট ঘটনার দিকে ইঙ্গিত না করলেও ধারণা করা হচ্ছে, বর্তমানে দেশের অস্থিতিশীল পরিস্থিতি ও চট্টগ্রামে এক ব্যক্তির ইসকনবিরোধী ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এই আহ্বান জানিয়েছেন।


সমসাময়িক ঘটনা নিয়ে প্রায় সব সময় নিজের মতামত ব্যক্ত করেন জনপ্রিয় এই ইসলামী আলোচক। সবশেষ দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির পেছনে সিন্ডিকেটকে দায়ী করেন শায়খ আহমাদুল্লাহ।


তিনি বলেন, একশ্রেণির অতিলোভী মুনাফাখোর ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে দেশের কোটি কোটি মানুষ সব সময়ই কষ্টের শিকার হন। মজুতদারি ও সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া ব্যবসায়ী যতই নামাজ, রোজা, হজ, ওমরা পালন কিংবা দান-সদকা করুক না কেন, দুনিয়াতে সে প্রকৃত মুসলিম এবং আখেরাতে মুক্তি লাভ করতে পারবেন না।


তিনি আরও বলেন, যে সম্পদের জন্য এত আয়োজন, সে সম্পদই একদিন তাদের জাহান্নামের আগুনে পোড়ার কারণ হবে। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘পাপাচারী লোক ছাড়া কেউ মজুতদারি ও সিন্ডিকেট করতে পারে না।’ (মুসলিম ১৬০৫)

বিভক্ত হলে বড় বিপদ : আমীরে জামাত

বিভক্ত হলে বড় বিপদ : আমীরে জামাত

 


বনা ডেস্ক:দেশের স্বার্থে সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বিভক্ত হলে বড় বিপদ নেমে আসবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 


বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বড় মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।


জামায়াতের আমির বলেন, বৈষম্যহীন সমাজ ও নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। বিভক্ত হলে ষড়যন্ত্র হবে; আরও বড় বিপদ আসবে।


নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়। বিড়ালের মতো নয়, বাঘের মতো বাঁচবেন।’

 

স্বচ্ছ রাজনীতি করে বলেই বারবার জামায়াতের ওপর আঘাত নেমে এসেছে বলে মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।

 

গত ৫ আগস্ট সেনাবাহিনী দেশপ্রেমের পরিচয় দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতির ক্যানসার উপড়ে ফেলতে হবে। এজন্য রাজনৈতিক দল ও নেতাদের রাজনৈতিক চরিত্র ঠিক করতে হবে। নেতারা দুর্নীতিবাজ না হলে দেশ দুর্নীতিমুক্ত হবে।


‘একদিকে জনগণকে অধিকার এনে দেবো, আবার সেই অধিকার পকেটে করে চুরি করবো, সেটা হবে না’ যোগ করেন জামায়াতের আমির।

পশ্চিম বানিয়াখামার মাদ্রাসার সাফল্য র‍্যালি

পশ্চিম বানিয়াখামার মাদ্রাসার সাফল্য র‍্যালি

 


ভবনা ডেস্ক: খুলনার পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদ্রাসার সফলতার ২৪তম বছরে গৌরবময় পদার্পণ, নূরানী তালিমুল কুরআন বোর্ডের অধীনে অনুষ্ঠিত তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষায় সমগ্র বাংলাদেশে প্রথম, দ্বিতীয় ও  তৃতীয় স্থানসহ সেরা দশে একাধিক স্থান অর্জন, হিফজুল কুরআন বিভাগে বিভিন্ন প্রতিযোগিতায় সফলতা অর্জন উপলক্ষে ও নূরানী শিক্ষার প্রসারে সাফল্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল দশটায় মাদ্রাসা থেকে শুরু করে টিএসসি মোড়, আন্দির পুকুরপাড়,ক্লাবের মোড়, শের এ বাংলা রোড,আমতলা মোড়,পশ্চিম বানিয়াখামার মেইনরোড হয়ে মাদ্রাসায় এসে শেষ হয়। র‍্যালি পূর্ব সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মাওঃ মুহাঃ ফজলুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষা উপকমিটির সদস্য সচিব আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম মোড়ল, সদস্য মোঃ আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার কোষাধক্ষ্য মোঃ সেলিম আহমেদ, সহ-সভাপতি ও ২৬ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মোঃ মাহমুদ আলম বাবু মোড়লসহ অন্যান্য সদস্যবৃন্দ ও শিক্ষকমন্ডলী। র‍্যালিতে হিফজুল কুরআন ও নুরানী,ইবতেদায়ী শাখার দুই শতাধিক ছাত্র অংশগ্রহণ করে।

বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

আবারো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

আবারো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

 


ভবনা ডেস্ক: 

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ। তিনি ডেমোক্রেট প্রার্থী কামলা হ্যারিসকে পরাজিত করে দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হচ্ছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। তবে যুক্তরাষ্ট্রের অন্য কোনো সংবামাধ্যম এখনও এমন তথ্য প্রচার করেনি। 


সর্বশেষ খবরে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এখন পর্যন্ত ট্রাম্পের প্রাপ্ত ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২৭৭। অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট। দেশটিতে মোট ৫০টি অঙ্গরাজ্যে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। 


জিততে হলে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হবে। তা ইতিমধ্যে ট্রাম্প নিশ্চিত করেছেন এবং আরও কিছু রাজ্যের ইলেকটোরাল কলেজ ভোট তার দখলে যাওয়ার খুব সম্ভাবনা তৈরি হয়েছে।


এদিকে, প্রেসিডেন্ট নির্বাচনে ইতোমধ্যে নিজের বিজয় ঘোষণা করেছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) গভীর রাতে ফ্লোরিডায় উচ্ছ্বসিত সমর্থকদের সামনে ভাষণ দেওয়ার সময় এই ঘোষণা দেন তিনি।


ট্রাম্পের জয়ের খবরে বিভিন্ন রাজ্যে উৎসবে মেতেছেন তার সমর্থকরা। ট্রাম্পের নির্বাচনী প্রচারের প্রধান কার্যালয় থেকে বিবিসি জানিয়েছে, ফক্স নিউজ যখন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের জয়ের অনুমান ঘোষণা করছিল তখন হলরুমে উপস্থিত সমর্থকরা উল্লাসে ফেতে পড়েন। তাদের কান ফাটানো জয় ধ্বনিতে এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়। এ সময় অনেক সমর্থক আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা একে অপরকে জড়িয়ে ধরে ট্রাম্পের নামে স্লোগান দিতে থাকেন।


প্রসঙ্গত, স্থানীয় সময় মঙ্গলবার (০৫ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। যুক্তরাষ্ট্রের মোট ৫০টি অঙ্গরাজ্য এই ভোট হয়। এর মধ্যে ৪৩টি রাজ্যই রিপাবলিকান ও ডোমোক্রেটিক পার্টি—দুই দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এবারের নির্বাচনের জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে দোদুল্যমান বাকি সাত অঙ্গরাজ্য। সেখানে কমলা ও ট্রাম্পের মধ্যে তুমুল লড়াই হচ্ছে। তবে এরই মধ্যে দুটি দোদুল্যমান রাজ্য নর্থ ক্যারোলিনা ও জর্জিয়ায় ট্রাম্প জয় পেয়েছেন।


ট্রাম্প জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ায় তার সমর্থকরা বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেছেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ফ্লোরিডায় ট্রাম্পের প্রচার শিবিরের সদরদপ্তরে মানুষের ভিড় বাড়ছে।

রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

মধ্যরাতে উঠছে নিষেধাজ্ঞা, জালে ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে ইলিশ

মধ্যরাতে উঠছে নিষেধাজ্ঞা, জালে ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে ইলিশ

 


ভবনা ডেস্ক: মা ইলিশ সংরক্ষণের জন্য ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হতে যাচ্ছে এবং এর জন্য অপেক্ষা করছেন দেশের বিভিন্ন অঞ্চলের জেলেরা।


রবিবার মধ্যরাত থেকে তারা আবার সাগরে মাছ ধরতে নামতে পারবেন। নিষেধাজ্ঞার সময় জেলেরা নিজেদের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। কেউ ট্রলার মেরামত করেছেন, কেউ নতুন জাল বুনছেন, আবার কেউ ট্রলারে নতুন রং করেছেন। ইলিশ ধরার আনন্দ ফিরে পেতে তারা এখন প্রস্তুত।

এর আগে ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য ছিল প্রজনন মৌসুমে ইলিশের বংশবিস্তার নিশ্চিত করা। জেলেদের আশা, এবার তাদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়বে। তবে অনেকে দাবি করেছেন যে, নিষেধাজ্ঞার ২২ দিনে সরকারি প্রণোদনার চাল যথাযথভাবে পাননি। এই সময় কর্মহীন থাকার কারণে অনেক জেলে দেনায় জর্জরিত হয়েছেন।

মৎস্য বিভাগ সূত্র জানায়, নিষেধাজ্ঞা সফল করতে প্রশাসন সাগর ও নদীতে কঠোর অভিযান চালিয়েছে। অনেক জেলেকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলেরা আশা করছেন, এবার তারা ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরতে পারবেন।



শনিবার, ২ নভেম্বর, ২০২৪

নিষিদ্ধের মধ্যেই ব্যবহার হচ্ছে পলিথিন, বিকল্প না থাকায় ক্ষুব্ধ মানুষ

নিষিদ্ধের মধ্যেই ব্যবহার হচ্ছে পলিথিন, বিকল্প না থাকায় ক্ষুব্ধ মানুষ

 


ভবনা ডেস্ক: 

কাঁচাবাজারে আজ ১ নভেম্বর থেকে পলিথিন ও পলিপ্রোপাইলিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ। এক মাস আগেই সরকার এই ঘোষণা দিয়েছিল। নিষিদ্ধ ঘোষণার পরও রাজধানীর কাঁচাবাজারগুলোয় চলছে পলিথিন ব্যাগের ব্যবহার। আজ শুক্রবার সকালে কারওয়ান বাজার, মোহাম্মদপুর, রামপুরা ও বনশ্রী এলাকার বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

ক্রেতা-বিক্রেতাদের অনেকে জানান, কাঁচাবাজারে পলিথিন নিষিদ্ধের বিষয়টি তাঁরা শোনেননি। আবার অনেকে বলেন, পলিথিন নিষিদ্ধের বিষয়ে তাঁরা জানলেও বিকল্প না থাকায় বাধ্য হয়ে পলিথিন ব্যবহার করছেন। এদিন সকাল থেকে রাজধানীর কয়েকটি বাজারে পলিথিন ব্যবহার বন্ধে মনিটরিং কার্যক্রম চালানো হয়।

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট ও আশপাশের বিভিন্ন সুপারশপে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তর গঠিত মনিটরিং টিম।

এই টিমের আহ্বায়ক অতিরিক্ত সচিব (পরিবেশদূষণ নিয়ন্ত্রণ) তপন কুমার বিশ্বাস জানান, পরিবেশ রক্ষায় রোববার (৩ নভেম্বর) থেকে পলিথিন শপিং ব্যাগের উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ বিষয়ে সব জেলা প্রশাসক এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। মনিটরিং কমিটির সদস্যরা বাজার করতে আসা মানুষকে পলিথিন ব্যবহার না করে পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহারের অনুরোধ জানান।

একই সঙ্গে দোকানিদের পলিথিনের ব্যাগ ব্যবহার বন্ধে নির্দেশনা দেওয়া হয় এবং পরবর্তী অভিযানে পলিথিনের ব্যাগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

তপন কুমার বিশ্বাস বলেন, ১ ও ২ নভেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় মোবাইল কোর্ট বন্ধ থাকলেও মনিটরিং কার্যক্রম চলমান থাকবে। নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধে সবার সহযোগিতা দরকার।

মনিটরিং কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের মনিটরিং কমিটির সদস্য হিসেবে যুগ্ম সচিব মোহাম্মদ রেজাউল করিম, উপসচিব রুবিনা ফেরদৌসী, পরিবেশ অধিদপ্তরের পরিচালক রাজিনারা বেগম ও পরিচালক মোহাম্মাদ মাসুদ হাসান পাটোয়ারীসহ অনেকে।

বিকল্পের ব্যবস্থা না করেই নিষিদ্ধ, ক্রেতা-বিক্রেতার ক্ষোভ
কারওয়ান বাজার, মোহাম্মদপুর, রামপুরা ও বনশ্রী এলাকার বাজারগুলোয় দেখা যায়, সবজি, মাছসহ সব ধরনের পণ্যের ক্ষেত্রেই পলিথিন ব্যাগ দেওয়া হচ্ছে। বিক্রেতারা বলছেন, আগে কিনে রাখা পলিথিন ব্যবহার করছেন তাঁরা। বিকল্পের ব্যবস্থা না করেই পলিথিন নিষিদ্ধ করায় ক্রেতা-বিক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।

কারওয়ান বাজারে সবজি কিনতে আসা কলেজশিক্ষক সামসুল আলম বলেন, ‘পলিথিন ব্যবহার করতে দিবে না বুঝলাম। কিন্তু বিকল্প তো থাকতে হবে। সেই বিকল্পটা কী? জিনিসপত্রের আকাশ ছোঁয়া দামে এমনিতেই আমাদের নাভিশ্বাস। এর মধ্যে প্রতিবার বাজারের সময় বাড়তি দাম দিয়ে আবার একটা ব্যাগও কিনতে হবে?’

বনশ্রী কাঁচাবাজারের মুদি দোকানদার মাসুদ কাজী বলেন, আগের কিছু পলিথিন ছিল। সেইগুলা ব্যবহার করতেছি। পলিথিনের বদলে কিসে কইরা মাল দিব? কাস্টমাররা আইসা বলেন, পলিথিন না দিলে জিনিস নেব কিসে? বিকল্প তো থাকতে হবে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কাঁচাবাজারে পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্তের কথা জানান। সে সময় তিনি বলেন, ‘১ নভেম্বর থেকে পলিথিনজাতীয় সব ধরনের ব্যাগ নিষিদ্ধ এবং কোনো ক্রেতাকে এ ব্যাগ দেওয়া যাবে না।’

পলিথিন নিষিদ্ধের বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘পৃথিবীর সব দেশে একটা আইন হওয়ার পর নির্দিষ্ট একটা সময় দেওয়া হয়। মানুষকে প্রস্তুত হওয়ার সময় দেওয়া হয়। আর আমাদের দেশে আইন হওয়ার পরেই বলা হয়, অবিলম্বে এই আইন কার্যকর হবে। মানুষ প্রস্তুত হওয়ার সুযোগটা দেওয়া হয় না। তাই সেই আইন মানুষ মানেও না। পলিথিনের ক্ষেত্রেও সেটাই হচ্ছে।’

দিওয়ালির আতশবাজির দূষণে ভুগছে দিল্লির মানুষ, ৬৯ শতাংশ পরিবারে রোগী

দিওয়ালির আতশবাজির দূষণে ভুগছে দিল্লির মানুষ, ৬৯ শতাংশ পরিবারে রোগী

 

ভবনা ডেস্ক: 

ভারতের রাজধানী নয়াদিল্লির দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিবছর দিওয়ালির সময় পরিস্থিতি আরও মারাত্মক করে তোলে। এ বছর দিওয়ালির পরদিন গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিশ্বের সর্বোচ্চ দূষণের নগরী ছিল দিল্লি। এই বায়ুদূষণ মানুষের স্বাস্থ্যের ওপর সরাসরি প্রভাব ফেলছে। দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলের (এনসিআর) ৬৯ শতাংশ পরিবার জানিয়েছে, পরিবারের অন্তত একজন সদস্য দূষণের কারণে ভুগছে।

সাম্প্রতিক একটি সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে।

দিওয়ালির রাতে দিল্লি ও এনসিআরের বিভিন্ন অংশে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ৯৯৯-এ পৌঁছে গিয়েছিল। এযাবৎকালের মধ্যে এটিই সর্বোচ্চ রেকর্ড।

ভারতীয় জরিপ প্রতিষ্ঠান লোকাল সার্কেলসের করা সমীক্ষায় দিল্লি, নয়ডা, গুড়গাঁও, ফরিদাবাদ এবং গাজিয়াবাদের ২১ হাজারের বেশি বাসিন্দার প্রতিক্রিয়া রেকর্ড করা হয়েছে। এতে দেখা গেছে, ৬৯ শতাংশ পরিবারের অন্তত একজন সদস্য গলাব্যথা বা কাশির সমস্যায় ভুগছে। ৬২ শতাংশ পরিবারের অন্তত একজন সদস্য চোখে জ্বলুনি অনুভব করছে এবং ৪৬ শতাংশ পরিবারের সদস্যদের মধ্যে নাক দিয়ে পানি পড়া বা সর্দি–কাশির লক্ষণ দেখা যাচ্ছে। অনেকেই একাধিক উপসর্গের কথা উল্লেখ করেছে।

প্রধান উপদেষ্টার কাছে যাবেন সোহেল তাজ

প্রধান উপদেষ্টার কাছে যাবেন সোহেল তাজ



 ভবনা ডেস্ক: জেল হত্যা দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালনসহ তিন দফা দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দেবেন বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ।


শুক্রবার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ।

সোহেল তাজ তার ফেসবুক পেজে লিখেছেন, আগামী ৩ নভেম্বর কলঙ্কময় জেল হত্যা দিবস। দেখতে দেখতে ৪৯ বছর পার হয়ে গেলো অথচ এখন পর্যন্ত জাতির চার বীর যাদের নেতৃত্বে সফলভাবে মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হলো, যাদের নেতৃত্বে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেলাম-আজ অবধি রাষ্ট্রীয়ভাবে তাদের কোনো স্বীকৃতি নেই। এটা মেনে নেওয়া যায় না।

সোহেল তাজের তিনটি দাবি হলো-

১. যেহেতু ১০ এপ্রিল, ১৯৭১ স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়, সেহেতু বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র (প্রজাতন্ত্র) হিসেবে জন্ম লাভ করে। তাই এ দিনটিকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা করতে হবে।

২. ৩ নভেম্বর জেলহত্যা দিবসকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে।

৩. জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সব বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, অমর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে সর্বস্তরের পাঠ্যপুস্তকে ও সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে।

সোহেল তাজ লিখেছেন, আমি মনে করি, আমার এ তিন দাবি ন্যায্য ও যৌক্তিক এবং এটা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের সবার প্রাণের দাবি। সেই লক্ষ্যে আমার পরবর্তী কর্মসূচি, আগামী ৩ নভেম্বর বিকেল সাড়ে ৩ টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আমি অবস্থান নেবো এবং পরবর্তীতে পদযাত্রা করে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবো।

তিনি আরও লিখেছেন, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশ্যে হেঁটে যাত্রা শুরু করব।

এ সমাবেশে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বৈষম্যবিরোধী চেতনায় বিশ্বাসী সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান সোহেল তাজ।

ইমরান খানের সঙ্গে কারাগারে দুর্ব্যবহার চলতে থাকলে দেশজুড়ে শাটডাউন দেয়া হবে: তেহরিক-ই-ইনসাফ

ইমরান খানের সঙ্গে কারাগারে দুর্ব্যবহার চলতে থাকলে দেশজুড়ে শাটডাউন দেয়া হবে: তেহরিক-ই-ইনসাফ

 



ভবনা ডেস্ক:পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কারাগারে দুর্ব্যবহার চলতে থাকলে দেশজুড়ে শাটডাউন দেয়া হবে বলে হুমকি দিয়েছে তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

গত বছরের আগস্ট থেকে কারাবন্দী অবস্থায় আছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি কারাগারে ইমরান খানের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ ওঠেছে কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে।

করাচি থেকে এএফপি এই খবর জানিয়েছে।

গত সোমবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের এক সিনিয়র নেতা আলী আমিন গান্দাপুর ফেডারেল সরকার এবং পাঞ্জাব সরকারের কাছে এই ‘হুঁশিয়ারি’ দেন।

এক এক্স পোস্টে গান্দাপুর জানিয়েছেন, ইমরান খানকে খাবার দেওয়া হয় না। তার সেলের বিদ্যুত বিচ্ছিন্ন করা হয়েছে। তাকে স্বজন ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না।

আলী আমিন পাঞ্জাব সরকারকে হুশিয়ারি দিয়ে বলেছেন, ‘ যদি এই অবস্থা চলতে থাকে, আমরা পাকিস্তানকে বন্ধ করে দেব এবং এই সরকারকে পদত্যাগে বাধ্য করবো’।

সোম ও মঙ্গলবার পাঞ্জাবের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের সঙ্গে বোন আলেমা এবং উজমা খান দেখা করার পর গান্দাপুর এই বিবৃতি দেন।

ইমরান খানের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের আলেমা ও উজমা বলেছেন, তারা উদ্বিগ্ন যে তাদের ভাইয়ের সঙ্গে কারা কর্তৃপক্ষ সম্মানজনক ব্যবহার করছে না।

গতকাল বুধবার ইমরান খানের পক্ষ থেকে তার এক্স অ্যাকাউন্টে একটি বার্তা পোস্ট করা হয়। বার্তায় ৭২ বছর বয়সী এই রাজনীতিবিদ বলেছেন, তাকে হেফাজতে ‘মানসিক নির্যাতন’ করা হচ্ছে।

তিনি বলেন, ‘আমাকে বাইরে যেতে দেওয়া হয়নি।

ইমরান বলেন, ‘কয়েক সপ্তাহের মধ্যে আমার ব্যাক্তিগত চিকিৎসক, পরিবার এবং আইনজীবীদের সঙ্গে দেখা করতে নিষেধ করা হয়েছিল।’

এদিকে পিটিআই নেতা সাঈদ জুলফি বুখারি জানিয়েছেন, খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারে একটি বড় বিক্ষোভের মধ্য দিয়ে তারা দেশব্যাপী শাটডাউন কর্মসূচি পালনের পরিকল্পনা করছেন।

মেয়েদের সাফে শিরোপা ধরে রাখলো বাংলাদেশ

মেয়েদের সাফে শিরোপা ধরে রাখলো বাংলাদেশ

 


ভবনা ডেস্ক: দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আসরের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে মেয়েদের সাফের শিরোপা ধরে রাখে বাংলাদেশ। হিমালয়ের দেশে আবারও সফলতার খুঁটি গেড়ে তারা নিজেদের নিয়ে যায় অনন্য এক উচ্চতায়।

নেপালকে তাদের মাটিতেই হারিয়ে গতকাল টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে ট্রফি নিয়ে দেশে পা রাখেন সাবিনা-ঋতুপর্ণারা।

বিমানবন্দরেই সাংবাদিকদের সামনে কথা বলেন কোচ বাটলার আর অধিনায়ক সাবিনা খাতুন। অন্যান্য আনুষ্ঠানিকতা সেরে এই দলটি এবার যাচ্ছে বাফুফে ভবনের দিকে। যেখানে জড়ো হয়েছেন সমর্থকরা, আছেন সাংবাদিকরাও। বাংলাদেশ ফুটবলের কেন্দ্রবিন্দু যে ভবনকে ঘিরে সেই ভবনেই চলবে বাকি আনুষ্ঠানিকতা। 


বাফুফে ভবনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিকেলে চ্যাম্পিয়ন দলের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধান উপদেষ্টা ড. ইউনুস নারী দলকে সংবর্ধনা জানাবেন বলেও এক বিজ্ঞপ্তিতে জানা গেছে।

আগেরবারের মতো এবারও তাদের ছাদখোলা বাসে সংবর্ধনা দিচ্ছে বাফুফে। তবে এবারের চিত্র কিছুটা আলাদা। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের ছোঁয়া লেগেছে সাফজয়ীদের বাসেও। চ্যাম্পিয়নদের ছবি দিয়ে বাস সাজানো হয়েছে।
আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমদের আত্মত্যাগে স্বাধীনতা এসেছে  : জয়নুল আবদীন ফারুক

আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমদের আত্মত্যাগে স্বাধীনতা এসেছে : জয়নুল আবদীন ফারুক

 


ভবনা ডেস্কজাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় হুইপ জয়নুল আবদীন ফারুক বলেছেন, আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমদের আত্মত্যাগে দ্বিতীয় স্বাধীনতা এসেছে। এ স্বাধীনতা ধরে রাখতে হলে এই সরকারকে সহযোগিতা করতে হবে।


আজ শুক্রবার (১ নভেম্বর) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য ও ঝিনাইদহ-২ আসনের চারবারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদীন ফারুক শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমন করতে শেখ হাসিনা আয়নাঘর বানিয়েছিল। আজ গণআন্দোলনে তোপের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। ১৯৭১ এ শেখ মুজিব যেভাবে ইয়াহিয়ার সঙ্গে আঁতাত করে দেশ ছেড়ে পাকিস্তানে গিয়েছিল, সেভাবে শেখ হাসিনা ডলার ভর্তি ব্যাগ নিয়ে ভারতে পালিয়ে গিয়েছে।

ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। কিন্তু এখনো ষড়যন্ত্র থেমে নেই। এই ষড়যন্ত্র নস্যাৎ করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ড. ইউনূসের এই সরকারকে সহযোগিতা করতে হবে।

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী বিএনপি সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বতীকালীন সরকার একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেবে বলে আমরা বিশ্বাস করি। সেই নির্বাচনে জননেতা তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন ইনশাআল্লাহ।

স্মরণসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির দুর্দিনের কাণ্ডারি দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বিগত ১৬ বছর হামলা-মামলা মাথায় নিয়ে আপনারা রাজপথে ছিলেন। আমাকেও প্রায় ৮ বছর কারাগারে রেখেছিল ফ্যাসিস্ট হাসিনার সরকার। তাই, আগামী দিনে সকল আন্দোলনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠন করতে হবে।

শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

বিচারের নামে জুলুম চাই না: জামায়াত আমির

বিচারের নামে জুলুম চাই না: জামায়াত আমির




ভবনা ডেস্ক:   

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গত ১৬ বছর ধরে চালানো অত্যাচারের রেশ এখনও রয়ে গেছে।

মাঝে মধ্যে নতুন নতুন সমস্যাও দেখা দিচ্ছে। আমাদের ওপর জুলুম করা হয়েছে। কিন্তু বিচারের নামে অন্য কাউকে জুলুম করা হোক আমরা তা চাই না।


শুক্রবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নবনির্বাচিত আমিরের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


জামায়াত আমির বলেন, রাজনৈতিক দলগুলোর প্রতি উদার আহ্বান জাতীয় স্বার্থটাকে ঊর্ধ্বে তুলে ধরি। দলমত মতাদর্শ ভিন্ন ভিন্ন হলেও জাতীয় স্বার্থে আমরা এক ও অভিন্ন হয়ে কাজ করি। এখন সবার ঐক্য খুব জরুরি।


দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ কষ্ট রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতেই হবে। সরকার উদ্যোগ নিলে জনগণ পাশে থেকে সাহায্য করবে।


ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী কারও ওপর কোনো ধরনের জুলুম করবে না। সব রকম প্রতিহিংসা থেকে বিরত থাকবে। তবে যারা হত্যার মতো অপরাধ করেছে, তাদের অবশ্যই বিচার করতে হবে

ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালানোর নির্দেশ আয়াতুল্লাহ আলী খামেনির

ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালানোর নির্দেশ আয়াতুল্লাহ আলী খামেনির

 



ভবনা ডেস্ক: ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালানোর জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরানি এক কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি বলেছে, তাদের সামরিক অবকাঠামো লক্ষ্য করে গত সপ্তাহে ইসরায়েল যে হামলা চালিয়েছে তার ‘কঠোর’ এবং ‘অভাবনীয়’ জবাব দেওয়া হবে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নির্বাচনের আগে ইরান প্রতিশোধমূলক এই হামলা চালাবে না। তবে অন্যান্য সংবাদমাধ্যম বলেছে ৫ নভেম্বরের নির্বাচনের আগেই হতে পারে হামলা।

সিএনএনও এক প্রতিবেদনে উল্লেখ করেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই হামলা চালাতে পারে ইরান।

গত ১ অক্টোবর ইসরায়েলে ১৮১টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। এর জবাবে ২৬ অক্টোবর ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী। এতে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

যদিও ইরান প্রথমে দাবি করেছিল ইসরায়েলি হামলায় তাদের খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। তবে পরবর্তীতে হামলার তীব্রতা পর্যবেক্ষণ ও চার সেনার মৃত্যুর পর আয়াতুল্লাহ আলী খামেনি গত সোমবার নিরাপত্তা বাহিনীর সদস্যদের বলেন, ইসরায়েলকে এই হামলার জবাব দিতে হবে। নয়ত তারা ‘পরাজিত’ হিসেবে অভিহিত হবেন।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে জানিয়েছেন, ইরান এবার সরাসরি তাদের ভূখণ্ড থেকে হামলা না চালিয়ে ইরাক থেকে হামলার পরিকল্পনা করছে। আর এই হামলায় কয়েক শ’ ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হতে পারে। ইরান তাদের নিজ ভূখণ্ড থেকে সরাসরি হামলা করবে না কৌশলের অংশ হিসেবে। তাদের ধারণা যদি ইরাক থেকে হামলা চালানো হয় তাহলে ইসরায়েল ইরানে সরাসরি কোনো হামলা চালাবে না।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার বলেন, তারা ইতোমধ্যে ইরানের বেশির ভাগ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন। এখন ইসরায়েলের হামলা ঠেকানোর সক্ষমতা ইরানের নেই। ফলে তারা ইরানের যেখানে খুশি সেখানে হামলা চালাতে পারবেন।

রাজধানীর কাকরাইল ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

রাজধানীর কাকরাইল ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

 



ভবনা ডেস্ক: ঢাকা মহানগর পুলিশ রাজধানীর কাকরাইল ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে।

শুক্রবার (১ নভেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণ-বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামীকাল শনিবার (২ নভেম্বর) রাজধানীর পাইওনিয়ার রোডের ৬৬ নং ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

আগামীকাল শনিবার দুপুর ২টায় রাজধানীর কাকরাইলে মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। চেয়ারম্যান ও মহাসচিবসহ দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ওই সমাবেশে ডেকেছে জাতীয় পার্টি। একই দিন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণপ্রতিরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা। এ অবস্থায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি।