শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

কক্সবাজার জেলা জামায়াতের রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত

 



ভবনা ডেস্কঃ 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের বলেন, “জামায়াতে ইসলামী এদেশের মানুষের কল্যাণে কাজ চালিয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশে সকল ধর্ম ও বর্ণের মানুষের জন্য সমানাধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। দল ও ধর্মের ভিত্তিতে বিভক্তি রেখা আমরা তুলে দিতে চাই। বাংলাদেশের প্রতিটি নাগরিকের সমমর্যাদার ভিত্তিতে জীবন যাপন নিশ্চিত করতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। ইসলামের সাম্য, ভ্রাতৃত্ব ও ন্যায়ের ভিত্তিতে সমাজ গড়ে তুলতে হবে। ইসলামকে সহজ ও সাবলীলভাবে মানুষের সামনে উপস্থাপন করতে হবে।”


১২ অক্টোবর শনিবার কক্সবাজার জেলা শাখা আয়োজিত রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে জেলা সহকারী সেক্রেটারি জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও মাওলানা মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের অধ্যাপক ড. নিজাম উদ্দিন, জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, জেলা সেক্রেটারি এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী প্রমুখ।


ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অর্জিত বাংলাদেশ আজ এক নতুন বাস্তবতার মুখোমুখী এসে দাঁড়িয়েছে। দীর্ঘ পনেরো বছর দেশের গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার হাইজ্যাক করা হয়েছিল। বাংলাদেশ পরিণত হয়েছিল এক ব্যক্তির ইচ্ছা বাস্তবায়নের মেশিন। এহেন এক অস্থিতিশীল পরিস্থিতি থেকে বাংলাদেশকে উদ্ধারে ছাত্র-জনতার ঐতিহাসিক ভূমিকা ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে।”


মাওলানা আবদুল হালিম বলেন, “জামায়াতের প্রত্যেক সদস্যকে পূর্ণ আন্তরিকতা, ন্যায়-নিষ্ঠা ও কর্তব্যপরায়ণ হয়ে ইসলামী জিন্দেগী পরিচালনা করতে হবে। দুনিয়াবী পদ-পদবীর লোভ-লালসার উর্ধ্বে উঠে পরকালীন জবাবদিহিতার অনুভূতি নিয়ে জীবন পরিচালনা করতে হবে।” 


মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, “সর্বক্ষেত্রে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির পরিকল্পনা গ্রহণ করতে হবে। আল্লাহ প্রদত্ত নিয়ামত ও সুযোগ কে কাজে লাগিয়ে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে ভূমিকা পালন করতে হবে।

Share on Facebook
শেয়ার করুন

Author:

Contributor of Daily Vhabna.

0 coment rios: