সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

গৃহ কর্মীকে নির্যাতনকারী দিনাত জাহান রিমান্ডে


 ভবনা ডেস্কঃ

 রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৩ বছরের গৃহকর্মী কল্পনাকে অমানবিক নির্যাতনের মামলায় গৃহকর্ত্রী দিনাত জাহান আদরকে ১ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমী রিমান্ডের এ আদেশ দেন।বিকেলে দিনাত জাহানকে আদালতে হাজির করে ভাটারা থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আসামিপক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত গৃহকর্ত্রীর এক দিনের রিমান্ডের আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী নজরুল ইসলাম রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।


এর আগে শনিবার কল্পনাকে নির্যাতনের ঘটনায় তার মা আফিয়া বেগম ভাটারা থানায় মামলা করেন।


মামলায় অভিযোগ করা হয়, কল্পনা তিন বছর আগে ২০২১ সালের ১ জুন দিনাত জাহান আদরের বসুন্ধরার বাসায় মাসিক ১০ হাজার টাকা বেতনে গৃহকর্মী হিসেবে কাজ শুরু করে। এরপর থেকে দিনাত কল্পনাকে তার মায়ের দেখা করতে দেয়নি। বিভিন্ন সময় আফিয়া বেগম ফোনে মেয়ের সঙ্গে আমি কথা বলতে চাইলেও কথা বলতে দেননি। বিবাদীর কাছে তার বাসার ঠিকানা চাইলেও তিনি বাসার ঠিকানা দেননি। 

অমানবিক নির্যাতনের শিকার গৃহকর্মী, দেখতে হাসপাতালে মানবাধিকার চেয়ারম্যানঅমানবিক নির্যাতনের শিকার গৃহকর্মী, দেখতে হাসপাতালে মানবাধিকার চেয়ারম্যান।

গতকাল ১৯ অক্টোবর ভাটারা থানা পুলিশের মাধ্যমে আফিয়া বেগম সংবাদ পান তার মেয়েকে আসামিরা মারধর করে এবং শরীরের বিভিন্ন স্থানে আগুনের ছেঁকা দেয়। এতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। কোথাও কোথাও পচনও ধরেছে। পরে পুলিশ তার মেয়েকে উদ্ধার করে দিনাত জাহানকে আটক করে।

আফিয়া বেগমের অভিযোগ, আসামি তার মেয়েকে মুখে, হাতেপায়ে, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে বেত্রাঘাত ও আগুনের ছেঁকা দিয়ে নির্মম ও অমানবিক নির্যাতন করেছেন।

Share on Facebook
শেয়ার করুন

Author:

Contributor of Daily Vhabna.

0 coment rios: