ভবনা ডেস্কঃ
হিজবুল্লাহর উপপ্রধান নাইম কাসেম জানিয়েছেন, তারা ইসরায়েলকে ‘যন্ত্রণা’ দেবেন। তবে তিনি ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিরও আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার তিনি এ আহ্বান জানিয়েছেন। গত মাসে হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহসহ বেশ কয়েক জন শীর্ষনেতা ইসরায়েলি হামলায় নিহত হন। এটি কয়েক দশকের মধ্যে হিজবুল্লাহর ওপর বড় ধরনের চাপ বলে মনে করা হচ্ছে।
কাসেম একটি রেকর্ড করা বক্তৃতায় বলেছেন, ‘সমাধান হল যুদ্ধবিরতি, আমরা দুর্বলতার অবস্থান থেকে কথা বলছি না, যদি ইসরায়েলিরা তা না চায়, আমরা চালিয়ে যাব। কিন্তু যুদ্ধবিরতির পর পরোক্ষ চুক্তি অনুযায়ী, বসতি স্থাপনকারীরা উত্তরে ফিরে যাবে এবং অন্যান্য পদক্ষেপ নেওয়া হবে।’
তিনি বলেছেন, ‘হিজবুল্লাহ ইসরায়েলের যে কোনো জায়গায় আক্রমণ করার অধিকার সংরক্ষণ করে। কারণ তার শত্রু লেবাননেও একই কাজ করেছে। সংঘাতে আরো ইসরায়েলি বাস্তুচ্যুত হবে এবং শত হাজার, এমনকি ২০ লাখেরও বেশি মানুষ, যে কোনো সময়, যে কোনো মুহূর্তেয়, যে কোনো দিন বিপদে পড়বে।’ কাসেম আরো বলেন, ‘আমরা ইসরায়েলি সামরিক বাহিনী এবং তাদের কেন্দ্র ও ব্যারাকগুলোকে লক্ষ্যবস্তু বানানোর দিকে মনোনিবেশ করব।’
0 coment rios: