মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

হাথুরুর বিদায় নতুন কোচ আসছে ওয়েস্ট ইন্ডিজ থেকে

 


ভাবনা ডেস্ক: চন্ডিকা হাথুরুসিংহের বিদায় নিশ্চিতই ছিল। বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণার। মিরপুরে সংবাদ সম্মেলনে আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) তাকে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ গণমাধ্যমকে সেটি জানান।

হাথুরুসিংহের পর কে হবেন বাংলাদেশ দলের নতুন কোচ, তা নিয়ে ছিল আলোচনা। বিসিবি আগেই জানিয়েছিল, বিকল্প ঠিক করে রেখেছে তারা। হাথুরুসিংহেকে বরখাস্ত করার ঘোষণার পরপরই নতুন কোচের নাম প্রকাশ করেন ফারুক আহমেদ। বাংলাদেশ দলের নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ফিল সিমন্সকে।

আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এর আগে দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ আছে বাংলাদেশের। আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন সিমন্স।


ফিল সিমন্সকে নিয়ে বিসিবি প্রধান বলেন, তিনি বিভিন্ন সময় কয়েকটি দেশের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। ওয়েস্ট ইন্ডিজে দুই মেয়াদে ছিলেন। এখনও পাকিস্তানে কাজ করছেন। যুক্তরাষ্ট্রে কাজ করেছেন। তার কোচিং ক্যারিয়ার সমৃদ্ধ। তা ছাড়া এটি লম্বা সময়ের জন্য না। অন্তবর্তী কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে।

Share on Facebook
শেয়ার করুন

Author:

Contributor of Daily Vhabna.

0 coment rios: