ভবনা ডেস্কঃ জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করতে সরকারের কাছে দাবি জানিয়েছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। আগামী রবিবারের (১৩ অক্টোবর) মধ্যে এ দাবি পূরণ না হলে সোমবার (১৪ অক্টোবর) থেকে তিনি আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন। বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির করিডরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই মতবিনিময়সভার আয়োজন করে। এ সময় তিনি শিক্ষার্থীদেরও তার দাবির পক্ষে মাঠে নামার আহ্বান জানান।
সভায় মাহমুদুর রহমান বলেন, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার জন্য আমি সাত দিনের সময় দিয়েছিলাম। রবিবার সেই সময় শেষ হবে। রবিবারের মধ্যে যদি ছাত্রলীগকে নিষিদ্ধ করা না হয় তাহলে সোমবার থেকে আমার দাবির সমর্থনে আপনারা এখানে আন্দোলন শুরু করবেন।
নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। আমি ঢাকায় মাঠে থাকব। আপনারা এখানে মাঠে থাকবেন।’ তিনি বলেন, ‘বাংলাদেশের একমাত্র জঙ্গি সংগঠন হলো এই ছাত্রলীগ।
আওয়ামী লীগ থেকে মুক্তি পেতে হলে আগে ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে হবে। আগে ছাত্রলীগকে দিয়ে শুরু করি পরে আওয়ামী লীগকে ধরব।’
0 coment rios: