সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

সহজ জয়ে সিরিজ শুরু ওয়েষ্ট ইন্ডিজের

 


ভবনা ডেস্কঃ

নাটকীয়তা হলেও হতে পারত। রনগিরি ডাম্বুলা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারাতে শেষ ওভারে কেবল ৪ রান প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের। মাথিশা পাথিরানার করা ওভারের প্রথম বলে কোনো সুযোগ না দিয়ে ৪ রানের সমীকরণ মিলিয়ে নেন শেফরন রাদারফোর্ড। তাতে ৫ বল হাতে রেখে অনায়েস জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ সিরিজে তারা এগিয়ে গেল ১-০ ব্যবধানে। 


শ্রীলঙ্কার দেয়া ১৮০ রানের লক্ষ্য ৫ উইকেট হাতে রেখে ছুঁয়ে ফেলে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাদের জয়ের নায়ক ওপেনার ব্রেন্ডন কিং। ৩৩ বলে ৬৩ রানের ইনিংস খেলেন মারকুটে ওপেনার। ১৯০.৯০ স্ট্রাইক রেটে সাজানো ইনিংসে ছিল ১১ চার ও ১ ছক্কা। ক্যারিবীয়ানরা জয়ের ভিত পেয়ে যায় উদ্বোধনী জুটিতে। ৫৫ বলে ১০৭ রান করেন এভিন লুইস ও কিং। লুইস ২৮ বলে ৫০ রান করেন ৫ চার ও ৪ ছক্কায়।

তাদের জুটি ভাঙার পর শাই হোপ (৭) ও রস্টন চেজ (১৯) সাজঘরে ফিরলেও অধিনায়ক রোভমান পাওয়েলের ১৩ ও রাদারফোর্ডের ১৪ রানে জয় পেতে সমস্যা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। বল হাতে শ্রীলঙ্কার হয়ে ২৭ রানে ২ উইকেট নেন পাথিরানা।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। ২৭ রানে ২ ও ৫৮ রানে ৩ উইকেট হারায় তারা। টপ অর্ডারের তিন ব্যাটসম্যান পাথুম নিশাঙ্কা (১১), কুশল মেন্ডিস (১৯) ও কুশল পেরেরা (৬) দ্রুত সাজঘরে ফেরেন।

Share on Facebook
শেয়ার করুন

Author:

Contributor of Daily Vhabna.

0 coment rios: