ভবনা ডেস্কঃ বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন ফকিরহাট উপজেলার কমিটি সম্পন্ন হয়েছে। গতকাল (২৩শে অক্টোবর) বুধবার বিকাল সাড়ে চারটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা কার্যালয়ে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের বাগেরহাট জেলা সভাপতি মাওঃ রুহুল আমীন খানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওঃ শরিফুল ইসলাম নোমানীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর জনাব এবিএম তৈয়াবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জনাব আবুল আলা মাসুম।
সভায় ফকিরহাট অঞ্চলের বিশিষ্ট মুফাসসির,তরুণ বক্তা মাওঃ নাজমুল ইসলাম সভাপতি ও মাওঃ আব্বাস আলী সেক্রেটারীসহ ২০সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নব গঠিত কমিটিতে অন্যান্যরা হলো সহ সভাপতি মাওঃ নাসির উদ্দিন,সহ সেক্রেটারি মাওঃ এম আব্দুল্লাহ,অর্থ সম্পাদক মাওঃ মেহেদী হাসান, অফিস সম্পাদক মাওঃ মুহাঃ ফজলুর রহমান, প্রচার সম্পাদক মাওঃ মনোয়ার হুসাইন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাওঃবিলাল হুসাইন,সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ মোস্তাকিম বিল্লাহ, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওঃ আব্দুল্লাহ আল মামুন, প্রকাশনা সম্পাদক মাওঃ আল আমিন, সদস্য মাওঃ মঈন উদ্দিন, মাওঃ আলী আকবর, মাওঃ আমীর হামজা, মাওঃ শহীদুল্লাহ, মাওঃ গাজী আব্দুর রহিম, মাওঃ মেহেদী হাসান, মাওঃ জসিম উদ্দিন, মাওঃ আব্দুল্লাহ।
0 coment rios: