বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

বাগেরহাটে সাড়ে ১৮ কেজির ভেটকি বিক্রি হল সাড়ে ১৮ হাজার টাকায়

 


ভবনা ডেস্ক:

বাগেরহাটে সাড়ে ১৮ কেজি ওজনের সাগরের একটি ভেটকি (পাতারি) মাছ সাড়ে ১৮ হাজার টাকা বিক্রি হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের কেবি বাজার সামুদ্রিক মৎস্য আড়তে এই মাছটি বিক্রি হয়। চারদিন আগে বঙ্গোপসাগরে জেলার কচুয়া উপজেলার বগা এলাকার জেলে মো. নজরুল ইসলামের জালে এই মাছটি ধরা পরে।

ট্রলার থেকে মাছটি তুলে আড়তে নিয়ে আসলে ভোক্তা ও ব্যবসায়ীদের ভীড় জমে মাছটিকে দেখতে। উন্মুক্ত নিলাম পদ্ধতিতে মাছটি ৪৪ হাজার টাকা মন (৪৪ কেজিতে মন) দরে ব্যবসায়ী আশা মোল্লা মাছটি ক্রয় করেন। ৩ থেকে ৫ কেজির ভেটকি মাঝে মাঝে পাওয়া গেলেও, এত বড় ভেটকি খুব কম পাওয়া যায় বলে জানান ব্যবসায়ীরা।

ট্রলার মালিক মো. নজরুল ইসলাম বলেন, এবার তেমন ভাল মাছ পাইনি। তারপরও চার দিন আগে এই বড় ভেটকিটি পাই, সাড়ে ১৮ হাজার টাকা বিক্রি করেছি। এছাড়াও এবার ৬টি লাক্ষ্মা, বেশকিছু বড় জাবা ও চার কেজি ওজনের একটি ভেটকি মাছ পেয়েছি। এগুলোও ৮শ টাকা কেজি দরে বিক্রি করেছি। তবে ইলিশ মাছ তেমন পাইনি। ইলিশ মাছ একটু বেশি পেলে লাভ হত বলে জানান তিনি।

ব্যবসায়ী আশা মোল্লা বলেন, এত বড় মাছ সব সময় পাওয়া যায় না। তাই কিনলাম। লাভ হবে কি না জানি না।


Share on Facebook
শেয়ার করুন

Author:

Contributor of Daily Vhabna.

0 coment rios: