ভবনা ডেস্কঃ
মুসলমানদের প্রধান দুই ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহায় নির্ধারিত থাকা তিন দিনের ছুটির জায়গায় আরও দুই দিন বাড়িয়ে পাঁচ দিন এবং হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার ছুটি একদিন থেকে বেড়ে তিন দিন হতে পারে।
সরকারের একটি সূত্র দাবি করেছে, ২০২৫ সালের সরকারি ছুটির তালিকায় এ পরিবর্তন এনে তাতে অনুমোদন দিতে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় এই ছুটির প্রস্তাব অনুমোদিত হতে পারে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়। বৈঠকে ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা ছাড়াও প্রত্যাগত অভিবাসী নীতিমালা এবং সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর প্রস্তাবও অনুমোদনের জন্য তোলা হতে পারে।
বর্তমানে দুই ঈদে তিন দিন করে এবং পূজার ছুটি এক দিন রয়েছে। এর আগেও বিভিন্ন সময়ে ঈদের ছুটি বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। তবে কয়েক বছর ধরে নির্বাহী আদেশে ঈদের ছুটি এক দিন করে বাড়িয়ে আসছিল সরকার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপদেষ্টা পরিষদের সভায় ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হবে। দুই ঈদের ছুটি ৫ দিন (ঈদের দিন এবং আগে পরে দুই দিন করে), পূজার ছুটি তিন দিন করা হতে পারে।
এ ছাড়াও ১৫ আগস্টের ছুটি বাতিল করা হতে পারে। অন্যদিকে, ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণার কথাও সরকার বিবেচনা করছে বলে জানা গেছে।
এদিকে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফিন্যানশিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাগুলো সরাসরি নিয়োগের ক্ষেত্রে ‘সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪’- এর খসড়া চূড়ান্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
খসড়াটির অনুমোদনের জন্য বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় উপস্থাপন হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে। চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো হলেও অবসরের বয়স বাড়বে কি না, সে বিষয়ে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনার পর সিদ্ধান্ত হবে বলে ওই সূত্র জানায়।
সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়স নির্ধারণের বিষয়ে সুপারিশ দিতে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীকে আহ্বায়ক করে ৩০ সেপ্টেম্বর কমিটি করে সরকার। কমিটি এরই মধ্যে বয়সসীমা বাড়িয়ে পুরুষের ৩৫ বছর এবং নারীদের ৩৭ বছর করার সুপারিশ করেছে। বর্তমানে সর্বোচ্চ ৩০ বছর বয়স পর্যন্ত সরকারি চাকরিতে ঢোকা যায়। আর ৫৯ বছর বয়সে অবসরে যান সরকারি কর্মচারীরা। মুক্তিযোদ্ধার সন্তানেরা ৩২ বছর বয়স পর্যন্ত সরকারি চাকরিতে যোগ দিতে পারেন, আর ৬০ বছর বয়সে অবসরে যান।
0 coment rios: