রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

অহেতুক কর্মকাণ্ডে মোবাইল নিয়ে ব্যস্ত যুব সমাজ

 




মোঃ আবুল হাসানঃ

যুবকদের বড় একটি দল জীবনের গুরুত্বপূর্ণ সময়কে হেলায় নষ্ট করে দেয়। নিজের সময় নষ্ট করার পাশাপাশি অন্য দশজনের সময়ও নষ্ট করে। অন্যের ঘুমের ব্যাঘাত ঘটায়। তাদের হৃদয়ে অহেতুক ভীতি ঢুকিয়ে দেয় অথবা তাদের অনুভূতি ও মান-ইজ্জতের সাথে খেলা করে।


এরা সব সময় মোবাইল নিয়ে পড়ে থাকে। বিনা প্রয়োজনে কোনো বন্ধুকে কল দিয়ে ঘণ্টার পর ঘণ্টা অহেতুক কথা বলে সময় নষ্ট করে। অথবা কোনো তরুণীকে প্রেমের ফাঁদে ফেলানোর চেষ্টা করতে থাকে।


অনেকে মোবাইলে বানিয়ে বানিয়ে নম্বর ডায়াল করে যে কাউকে ফোন করে। এভাবে বন্ধুত্ব পাতিয়ে ফেলে অপরিচিত কোনো ছেলে বা মেয়ের সাথে। অথবা অপরিচিত ব্যক্তিদের শুধু শুধু বিরক্ত করে যায়।


এভাবে অনেক যুবক মোবাইলের মাধ্যমে ফ্লার্ট করে কিংবা হয়রানি করে নিজের ঘরে সুরক্ষিত থাকা কোনো মেয়েকে। এই কাজ করে সে মনে করে, এটা তো কেবল অন্যদের নিয়ে একটু মজা করা হচ্ছে। কিন্তু এভাবে যে তার সময় অহেতুক কাজে বিনষ্ট হয়ে যাচ্ছে এবং মানুষের অনুভূতির প্রতি অন্যায়ভাবে আঘাত দেওয়া হচ্ছে, সেটা তার মনের মধ্যে আসে না।


অনেক যুবক অহেতুক কোনো ব্যক্তিকে কল করে তাকে রাগিয়ে দেয়। তাকে গালাগাল ও খিস্তিখেউড় করতে বাধ্য করে। এভাবে গালি শুনে সে মজা পায়।


তোমাদের জন্য আল্লাহর কাছে দুআ করি। প্রকৃত পুরুষের যৌবন এভাবে অতিবাহিত হতে পারে না। মুসলিম কখনো এভাবে নিজের সময় বিনষ্ট করতে পারে না। হে উম্মাহর যুবসমাজ, তোমরা যা করে সময় নষ্ট করছ, তার জন্য তোমাদের সৃষ্টি করা হয়নি। সুতরাং সময় থাকতে ফিরে আসো, হে প্রিয় যুবকদল, সালাফদের যৌবনকালীন লাইফস্টাইল অনুসরণে ব্রতী হও।

Share on Facebook
শেয়ার করুন

Author:

Contributor of Daily Vhabna.

0 coment rios: