মোঃ খালিদ,
ফকিরহাট
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের খোঁজখবর নিয়েছেন জামায়াতে ইসলামীর নেতারা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন তারা। জামায়াত নেতারা মন্দিরের পুরোহিত ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলে নিরাপত্তার বিষয়টি আশ্বস্ত করেন। হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন কোনোরকম সন্ত্রাসী হামলার শিকার না হন, সেজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অতন্দ্র প্রহরী হয়ে তাদের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন তারা। এসময় উপজেলা জামায়াতের আমির মাওলানা এবি,এম তৈয়াবুর রহমান, সেক্রেটারি শেখ আবুল আলা মাসুম, অর্থ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওঃ নুরুল ইসলাম, রাজনৈতিক সেক্রেটারি অধ্যক্ষ মোফাজ্জল হায়দার, তারবিয়াত সেক্রেটারি অধ্যাপক কামারুজ্জামান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার মোস্তাফিজুর রহমান, উপজেলা যুব জামায়াতের সভাপতি আজিজুল ইসলাম, মোহাম্মদ শাহ আলম, অধ্যাপক ফরহাদ হোসেন, মোতালেব হুসাইন, হাফেজ আব্দুস সামাদ, লিয়াকত আলী, আব্দুর রব, আমির হামজা, মো: আজাদ, মহিদুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এবছর ফকিরহাট উপজেলায় ৬৬টি মণ্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ৪৩টি মণ্ডপ পরিদর্শন করেন।
0 coment rios: