বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

নগরীর বিভিন্ন মন্ডপে বিএনপি নেতৃবৃন্দ

 

ভবনা ডেস্কঃ খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল, আছে এবং থাকবে।

বুধবার (৯ অক্টোবর) খালিশপুর ও দৌলতপুর থানার বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ভক্তদের বাসনা পৃথিবী থেকে সব অশুভ বিনাশ করে শান্তির বার্তা দিবেন দুর্গতিনাশিনী। মর্তলোকে দোলনায় আগমনের পর হাতির পিঠে চড়ে রোববার দশমীর বিজয়যাত্রার মাধ্যমে কৈলাসে স্বামীর সংসারে ফিরে যাবেন দশভুজা দুর্গা। দুর্গা বাধাবিঘ্ন, ভয়, দুঃখ, শোক, জ্বালা, যন্ত্রণা এসব থেকে ভক্তকে রক্ষা করেন। শাস্ত্রকাররা দুর্গার নামের অন্য একটি অর্থ করেছেন। দুঃখের দ্বারা যাকে লাভ করা যায় তিনিই দুর্গা। দেবী দুঃখ দিয়ে মানুষের সহ্য ক্ষমতা পরীক্ষা করেন। তখন মানুষ অস্থির না হয়ে তাকে ডাকলেই তিনি তার কষ্ট দূর করেন। এ সময়ে উপস্থিত ছিলেন, স ম আব্দুর রহমান, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, শেখ সাদী, জাহিদুর রহমান, হাবিবুর রহমান বিশ্বাস, আলী আক্কাস, সত্যেন্দ্রনাথ দত্ত, সাহিনুল ইসলাম পাখি, আঃ রহমান ডিনো, গোলাম সরোয়ার, শেখ ইকরামুল কবির, আনজিরা বেগম, আফরোজা জামান মিসেস মনি, হায়দার তরফদার , শেখ শাকেরুল্লাহ তুহিন, বাবুল মুন্সি, বি এম মফিজ, আলাউদ্দিন তালুকদার, গাজী সালাউদ্দিন, মাহমুদ হাসান শান্ত, আলাউদ্দিন তালুকদার, রফিকুল ইসলাম রফিক, উজ্জ্বল বিশ্বাস, শেখ নুরুল ইসলাম, আমিনুল ইসলাম, কাজী সালমান, সেতু মানিক, আকাশ প্রমুখ।


Share on Facebook
শেয়ার করুন

Author:

Contributor of Daily Vhabna.

0 coment rios: