বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ভবনা ডেস্কঃ গোপালগঞ্জ সদরে ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত বাসের ধাক্কায় সিবু সরকার কানাই (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী স্বপন কুমার বিশ্বাস আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার মান্দারতলা নিগি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সিবু সরকার উপজেলার বোরাশী দক্ষিণ পাড়ার বাসিন্দা। আহত স্বপন কুমার বিশ্বাস একই গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ।

ভাটিয়াপাড়া হাইওয়ে ইনচার্জ আবুল হাসেম মজুমদার জানান, ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার নিগি পাম্পের সামনে অজ্ঞাত বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক সিবু সরকার নিহত হয়েছেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত স্বপন কুমার বিশ্বাসকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


Share on Facebook
শেয়ার করুন

Author:

Contributor of Daily Vhabna.

0 coment rios: