ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে দেশে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়ে ৪৯০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০১ জনে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪০ হাজার ৮৯৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২২৫ জন।
ঢাকা বিভাগে ১১২ জন,
ময়মনসিংহ বিভাগে ১৬,
চট্টগ্রাম বিভাগে ৫৯,
খুলনায় ৩৫,
রংপুরে ৬ এবং বরিশালে ২৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ হাজার ৫২২ ডেঙ্গু রোগী। ঢাকার বিভিন্ন হাসপাতালে রয়েছেন ১ হাজার ৭৩৩ জন, ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ভর্তি রয়েছেন ১ হাজার ৭৮৯ জন। চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ২৩ হাজার ২৭৯ জন ঢাকার বাইরের। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৬১৬ জন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে সেপ্টেম্বরে। ওই মাসে ১৯ হাজার ২৪১ জন হাসপাতালে ভর্তি হন। এ সময় ৮৩ জনের মৃত্যু হয়। অক্টোবরের ১১ দিনে ৯ হাজার ৯৫৭ জন ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ৩৮ জনের।
জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, মারা যান ১৪;
ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯, মারা যান ৩;
মার্চে হাসপাতালে ভর্তি হন ৩১১, মারা যান ৫;
এপ্রিলে হাসপাতালে ভর্তি হন ৫০৪, মারা যান ২;
মে মাসে হাসপাতালে ভর্তি হন ৬৪৪, মারা যান ১২;
জুনে হাসপাতালে ভর্তি হন ৭৯৮, মৃত্যু হয়েছে ৮;
জুলাইয়ে হাসপাতালে ভর্তি হন ২ হাজার ৬৬৯ জন, মারা যান ১২;
আগস্টে হাসপাতালে ভর্তি হন ৬ হাজার ৫২১, মারা যান ২৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০০০ সাল থেকে এখন পর্যন্ত সময়ের মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় গত বছরই।
0 coment rios: