বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

হজ্জের খরচ ঘোষণা গতবছরের থেকে খরচ কম



ভবনা ডেস্কঃ 

 গত বছরের চেয়ে এক লাখ ৯ হাজার ১৪৫ টাকা কমিয়ে আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। ঘোষণা অনুযায়ী, সরকারিভাবে হজ পালনে দুইটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে খরচ হবে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা।

আজ বুধবার (৩০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

ধর্ম উপদেষ্টা বলেছেন, ১৪৪৬ হিজরি সনের ৯ জিলহজ (২০২৫ সালের ৫ জুন) চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী বছরের জন্য বাংলাদেশের হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।

সরকারিভাবে ঘোষিত দুটি হজ প্যাকেজের মধ্যে রয়েছে— সাধারণ হজ প্যাকেজ-১, যার মূল্য ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা; আর সাধারণ হজ প্যাকেজ-২, যার মূল্য ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।

এছাড়া বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা। তবে বেসরকারি এজেন্সিগুলো সাধারণ হজ প্যাকেজ গ্রহণের পর একটি অতিরিক্ত বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারবে।

Share on Facebook
শেয়ার করুন

Author:

Contributor of Daily Vhabna.

0 coment rios: