ভবনা ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “নৈতিক চরিত্র ও মূল্যবোধ সম্পন্ন, মা-বাবার চক্ষু শীতলকারী আদর্শ সন্তান গঠনের পাশাপাশি জাপানে দাওয়াতে দ্বীনের কাজে জাপান প্রবাসী নারী বোনদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। আধুনিক এ যুগে এই কাজ নারী বোনদের জন্য চ্যালেন্জিং। আল্লাহর রেজামন্দী হাসিল ও পরকালীন জবাবদিহীতার অনুভূতি নিয়ে ইহকালীন ভারসাম্যপূর্ন জীবন, শান্তি ও পরকালীন মুক্তির জন্য নিরবিচ্ছিন্নভাবে কাজ আন্জাম দিয়ে যেতে হবে প্রত্যেককে। উম্মুল মোমেনিন খাদিজাতুল কোবরা ও মা আয়েশার (রাঃ) পদাঙ্ক অনুসরনে ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠনে পুরুষদের পাশাপাশি নারীদের ভূমিকা অত্যধিক গুরুত্বপূর্ণ।”১১ অক্টোবর’২৪ ইসলামিক মিশন জাপানের মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহিলা বিভাগের সভানেত্রী জনাবা রাজিয়া বিলকিস মিমির সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি জনাব হাফেজ সাবের আহমদ।
Share on Facebook
0 coment rios: