ভবনা ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাপানের আদলে উন্নত বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে প্রযুক্তিগত উন্নয়নে জাপানে কর্মরত অটোমোবাইল ইন্জিনিয়ারসহ প্রফেশনালদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশকে অর্থনৈতিক ভাবে স্বনির্ভর ও উন্নত করতে রেমিট্যান্সের প্রবাহকে আরো বেগবান করার পাশাপাশি জাপানের বিভিন্ন সেক্টরে কর্মরত প্রফেশনালদের নিজ দেশের অবকাঠামো, তথ্য প্রযুক্তি, আইটি, টেকনিক্যাল, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে কিভাবে অবদান রাখা যায় সেই চেষ্টা ও পথ বের করতে হবে। এবং বিদেশে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে সকল প্রবাসীদেরকে সচেষ্ট থাকতে হবে।
৭ অক্টোবর সোমবার সন্ধ্যায় সাইতামা প্রিফেকচারের বাইতুল আমান মসজিদ কমপ্লেক্সের হলরুমে অটোমোবাইল ইন্জিনিয়ার্স এসোসিয়েশন জাপান এর আয়োজনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি জনাব হাফেজ সাবের আহমদ, সঞ্চালনা করেন জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মারুফ। বক্তব্য রাখেন সাইতামা সিটি সভাপতি আতিকুর রহমান, ইন্জিনিয়ার্স এসোসিয়েশন সভাপতি মাজহারুল ইসলাম মোজাহিদ প্রমুখ।
0 coment rios: